Site icon Jamuna Television

থানার টয়েলেটের গ্রিল ভেঙে হত্যা মামলার আসামির চম্পট!

থানার টয়লেটের দেয়ালে উপরের অংশ লোহার গ্রিল দিয়ে তৈরি। সেই গ্রিল ভেঙে পালিয়েছেন হত্যা মামলার আসামি। নেত্রকোণার পূর্বধলা থানায় আজ সকালে ঘটেছে এ ঘটনা।

পুলিশ জানায়, মোটরসাইকেল চালক কাকন হত্যা মামলায় গত সোমবার গরুয়াকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে আদালতে নেয়ার কথা ছিল। কিন্তু তার আগেই কৌশলে থানা থেকে পালিয়ে যায় সে। তাকে আবারও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

গত ২৫ আগস্ট ছোচাউড়া এলাকায় কাকনকে কুপিয়ে হত্যার পর তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয়। এরপর কাকনের পরিবারের মামলার প্রেক্ষিতে রুবেলকে গ্রেফতার করা হয়।

Exit mobile version