Site icon Jamuna Television

ইরানের বুকে প্রতিশোধের আগুন, ইসরায়েলে হামলা চালাতে খামেনির নির্দেশ

ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পাল্টা জবাব দিতে এই নির্দেশনা দেন তিনি।

হামাস নেতা হত্যাকাণ্ডের পর জরুরি ভিত্তিতে নিজ বাসভবনে নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে এই নির্দেশ দেন খামেনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা ক্ষোভ জানিয়ে বলেন, ইরানে অবস্থানকালে ইসমাইল হানিয়ার ওপর হামলা চালানো হয়। তাই ইসরায়েলে পাল্টা অভিযান চালানোটা তেহরানের দায়িত্বের মধ্যে পড়ে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যেকোনো সময় ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা চালাতে পারে ইরান।

ইসমাইল হানিয়া ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন। গত মঙ্গলবার তেহরানে এ অনুষ্ঠান হয়। পরদিন তেহরানে তার আবাসস্থলে নিহত হন হানিয়া।

এ ঘটনায় নড়েচড়ে বসেছে ইরানের সরকারি সব দফতর। কর্মকর্তারা বেশ ভীত বলেও জানা গেছে। প্রশ্ন উঠেছে দেশটির নিরাপত্তা নিয়ে।

/এটিএম

Exit mobile version