Site icon Jamuna Television

পুলিশ হেফাজতে থাকা ৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর

ফাইল ছবি।

কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে জানান, মন্ত্রণালয় শিক্ষার্থীদের জামিনের বিষয়ে সহযোগিতা করেছে। শীঘ্রই কারামুক্ত তারা পরিবারে ফেরত যাবে বলেও জানানো হয়।

এছাড়া, কোনও এইচএসসি পরীক্ষার্থীর আটকের তথ্য থাকলে তা helphsc24@gmail.com ঠিকানায় ই-মেইল করতে অনুরোধ করা হয়।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পান।

/আরএইচ

Exit mobile version