Site icon Jamuna Television

‘৭১-এ পাকিস্তানিরা যেভাবে নির্যাতন করেছে, এখনও সেভাবেই চালানো হচ্ছে’

৭১-এ পাকিস্তানিরা যেভাবে নির্যাতন করেছে, এখনও সেভাবেই চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার

বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মলনে তিনি বলেন, উপসর্গের নয়, প্রধান রোগের চিকিৎসা করতে হবে। তা না হলে কোটা সংস্কার আন্দোলনের সমাধান হবে না। স্বাধীনতা নেই, মানবাধিকার নেই, গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই জানিয়ে বদিউল আলম বলেন, দেশের মানুষ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত।

তিনি বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন ভোটাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য। আজ আমরা স্বাধীন দেশে নাগরিক অধিকার থেকে বঞ্চিত।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবায়েত ফেরদৌস বলেন, কোটা সংস্কার আন্দোলন একটা গণঅভ্যুত্থান। এর মধ্য দিয়ে সরকারের রাজনৈতিক ও নৈতিক পরাজয় হয়েছে। তিনি বলেন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের চেয়ে ২০২৪ এর গণঅভ্যুত্থানে চারগুণ বেশি মানুষ মারা গেছে।

/এনকে

Exit mobile version