Site icon Jamuna Television

হামলার ভয়ে ইসরায়েলে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের হিড়িক

ইরানের হামলার ভয়ে ইসরায়েলে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) অন্তত ১০টি এয়ারলাইন্স কোম্পানি ইসরায়েলে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে। খবর টাইমস অব ইসরায়েল, আনাদোলু এজেন্সির।

লুফথানসা গ্রুপের অধীনে থাকা লুফথানসা, সুইস এয়ারলাইন্স, ব্রাসেল এয়ারলাইন্স, অস্ট্রিয়ান এয়ারলাইন্স ও ইউরোউইংস আগামী ৯ আগস্ট পর্যন্ত ইসরায়েলে তাদের সব ফ্লাইট বাতিল করেছেন। বৃহস্পতি ও শুক্রবারের ফ্লাইট বাতিল করেছে এয়ার বাল্টিক এয়ারলাইন্স। ফ্লাইট বাতিলের তালিকায় আছে এয়ার ইন্ডিয়া, ডেল্টা, ফ্লাইডুবাইয়ের মতো কোম্পানিও।

এর আগে, বুধবার ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে ৩টি মার্কিন ও ১টি ব্রিটিশ এয়ারলাইন্স ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করে। তবে ইসরায়েলের দাবি, তাদের আকাশপথ সম্পূর্ণ নিরাপদ।

/এএম

Exit mobile version