Site icon Jamuna Television

কক্সবাজারে জলাবদ্ধতার উন্নতি, বরিশালে বাড়ছে নদীর পানি

ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারে সৃষ্ট জলাবদ্ধতার কিছুটা উন্নতি হয়েছে। নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করলেও এখানকার বিভিন্ন এলাকা এখনও পানিতে তলিয়ে। স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কুতুবদিয়া, মহেশখালীতে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তলিয়ে গেছে শতাধিক ঘরবাড়ি। বাড়ির উঠোনে পানি থাকায় চলফেরা করতে সমস্যা হচ্ছে অনেকের। চকরিয়া, পেকুয়া, রামুতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বেশকিছু এলাকা এখনও পানিবন্দি। পানি নিষ্কাশনে পৌরসভা কাজ করছে বলা জানা গেছে।

অন্যদিকে, বরিশালে বৃহস্পতিবার (১ আগস্ট) থেকেই কখনও গুঁড়ি গুঁড়ি, কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে নগরীর নবগ্রাম রোড, জিয়া সড়ক, আলেকান্দা, স্টেডিয়াম কলোনিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট পানির নিচে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। টানা বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে কীর্তনখোলা নদীর পানি।

/এএম

Exit mobile version