Site icon Jamuna Television

প্যারিস অলিম্পিক: পদক জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চীন

ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিকে চতুর্থ দিন শেষে সোনায় শীর্ষে ছিল জাপান। ষষ্ট দিনে তাদের পেছনে ফেলে স্বর্ণপদক জয়ের দিক থেকে এগিয়ে গেছে চীন। আয়োজক দেশ ফ্রান্সকে টপকে দুইয়ে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। তিন নম্বরে নেমে গেছে স্বাগতিক ফ্রান্স। জাপান নেমে গেছে পাঁচ নম্বরে।

১১ টি গোল্ড, ৭’টি সিলভার ও ৬টি ব্রোঞ্জ’সহ মোট ২৪ পদক নিয়ে মেডেল টেবিলের এক নম্বরে অবস্থান করছে চীন। মোট পদক সংখ্যায় এখনও সবার উপরে যুক্তরাষ্ট্র। তবে স্বর্ণপদকে পিছিয়ে তারা, রয়েছে দ্বিতীয় স্থানে। দেশটি ৯টি স্বর্ণের পাশাপাশি ১৫টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ পেয়েছে ৩৭ পদক। এদিন পাঁচটি স্বর্ণ জেতে যুক্তরাষ্ট্র। অথচ প্রথম সাত দিনে মাত্র ৪টি স্বর্ণ জিতেছিল দেশটি।

৮টি গোল্ড নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। ৪ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার ৮ স্বর্ণের সাথে আছে ৬টি সিলভার, ৪ টি ব্রোঞ্জসহ মোট ১৮টি পদক। জাপান ৮ গোল্ড সহ ১৬ পদক নিয়ে পঞ্চম স্থানে। গ্রেট বৃটেন ও দক্ষিণ কোরিয়া জিতেছে ৬টি করে স্বর্ণ। আর পাঁচ স্বর্ণ আছে ইতালির ঝুলিতে।

/আরআইএম

Exit mobile version