Site icon Jamuna Television

অলিম্পিকে ইতিহাস গড়লেন আলকারাজ

ছবি; সংগৃহীত

অলিম্পিকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরুষ টেনিস এককে টমি পলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন স্পেনের কার্লোস আলকারাজ।

গতকাল প্যারিস অলিম্পিকে ডাবলসে নাদালের সঙ্গে জুটি গড়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন কার্লোস আলকারাজ। তবে এককে সেমিফাইনালে উঠলেন স্প্যানিশ তারকা। আলকারাজ ৬-৩, ৭-৬ (৯/৭) গেমে হারান যুক্তরাষ্ট্রের টমি পলকে। র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা আলকারাজ দ্বিতীয় সেটে একটা সময় ২-৫ এ পিছিয়ে ছিলেন। সেখান থেকে টাইব্রেকারে নিয়ে ম্যাচ জেতেন।

প্যারিস অলিম্পিকে এককে টানা তিন ম্যাচ সরাসরি সেটে জিতলেন আলকারাজ। সেমিতে আলকারাজ ক্যাসপার রুড বা আলিয়াসিমের বিরুদ্ধে খেলবেন। এর আগে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় হয় ‘নাদালকারাজ’ জুটির। বুধবার তারা ২-৬, ৪-৬ গেমে আমেরিকান জুটি রাজিব রাম এবং অস্টিন ক্রাইসেকের কাছে হেরে যান।

/আরআইএম

Exit mobile version