Site icon Jamuna Television

আন্দোলনে সহিংসতা: বিচার চেয়ে ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণমিছিল

কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার ও হয়রানি করছে।

শুক্রবার (২ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে গণমিছিল করে। শান্তিপূর্ণ এ আয়োজন থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানানো হয়।

মিছিলে আসা শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকার বারবার শিক্ষার্থীদের গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিলেও সেটা মানছে না আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার ও হয়রানি বন্ধ না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেইলি রোডে গ্রাফিতি, দেয়াল লিখন, শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, প্রতিবাদী গানসহ ক্যাম্পাসে মশাল মিছিল করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

/এমএইচ/এমএন

Exit mobile version