Site icon Jamuna Television

সাম্প্রতিক সহিংসতায় সাংবাদিক নিহতের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে ঢাকা টাইমসের হাসান মেহেদীসহ চার সাংবাদিক নিহতের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক সমাজ। শুক্রবার (২ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, সাংবাদিকরা কোনও পক্ষের হয়ে কাজ করে না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের নিরাপত্তা দেয়া প্রয়োজন। পেশাগত কাজের সময় সাংবাদিকরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও আন্দোলনকারীরা সাংবাদিকদের আক্রমণ করছে। এতে চারজন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া, দুই শতাধিক সাংবাদিক আহত হয়েছেন। এসব ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিও জানান সাংবাদিকরা।

/আরএইচ

Exit mobile version