Site icon Jamuna Television

পুরো মধ্যপ্রাচ্য গ্রাস করতে চায় ইসরায়েল, বাইডেনকে তুর্কি প্রেসিডেন্ট

গাজায় চলমান আগ্রাসনকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যকেই গ্রাস করে ফেলুক, এমনটাই চায় ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার (২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের সাথে ফোনালাপে এ অভিযোগ করেন তুর্কি প্রেসিডেন্ট। খবর আল জাজিরার।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানা গেছে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, হামাস নেতা হানিয়া হত্যাই প্রমাণ করে যুদ্ধবিরতিতে কোনো আগ্রহ নেই নেতানিয়াহু প্রশাসনের। যুদ্ধের পরিধি কেবল বাড়াতেই চায় তারা।

এদিকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার তুর্কি প্রেসিডেন্ট। গত রোববার, ফিলিস্তিনের সহায়তায় প্রয়োজনে ইসরায়েলে প্রবেশ করবে তুরস্ক, এমন হুঁশিয়ারিও দেন তিনি। মনে করিয়ে দেন লিবিয়া ও নাগোরনো কারাবাখে প্রবেশের কথাও।

/এমএইচ

Exit mobile version