Site icon Jamuna Television

হামাস নেতার মৃত্যুর ফলে কঠিন হবে যুদ্ধবিরতির প্রক্রিয়া: বাইডেন

হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর কারণে গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়া জটিল হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১ জুলাই) অ্যান্ড্রু সামরিক ঘাঁটি সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।

তিনি বলেন, গাজায় সংঘাত বন্ধে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে আলোচনার উদ্যোগ নেয়া হচ্ছে। হানিয়ার মৃত্যু এই প্রক্রিয়াকে ভেস্তে দিতে পারে বলেও ধারণা করেন তিনি।

এরইমধ্যে হামাস প্রধানের মৃত্যু নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপও করেছেন বাইডেন। এ ঘটনায় তিনি উদ্বিগ্ন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকেই দায়ী করে আসছে হামাস।

/এমএইচ

Exit mobile version