Site icon Jamuna Television

খুলনায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে খুলনার জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে।

এর আগে, বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা নগরীর শিববাড়ি মোড় থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্ট এলাকায় যাওয়ার চেষ্টা করে। এরমধ্যে শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হওয়ার পর পুলিশের বাধার মুখে পড়ে। তবে পুলিশের বাধা অতিক্রম করে জিরো পয়েন্টের দিকে যেতে চাইলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

/আরএইচ/এমএন

Exit mobile version