Site icon Jamuna Television

শিক্ষার্থীদের অবরোধ: প্রায় একঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল শুরু

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে গণমিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে জেলার নগর জালফৈ এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পুলিশ এ সময় নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। পরে পৌনে ৫টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে মহাসড়ক ছেড়ে চলে যান। এরপর উভয় পাশের যানচলাচল স্বাভাবিক হয়।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর শহরের সাবালিয়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন জানান, পুলিশ ধৈর্য সহকারে দায়িত্ব পালন করেছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে ফিরে গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version