Site icon Jamuna Television

সাফারি পার্কে পরিবারের সাথে উৎফুল্ল সাকিব

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভক্তদের আশা পূরণে ব্যর্থ হয়। আসর শুরুর আগে অনেকে বলেছিল সাকিব আল হাসানের ‘সেকেন্ড হোম’ যুক্তরাষ্ট্রে শুরু হওয়া টুর্নামেন্টে ভালো কিছুই করবে বাংলাদেশ। দলের পাশাপাশি খুব একটা হাসেনি সাকিবের ব্যাট-বলও। বিশ্বকাপের পর সাকিব যোগ দেন মার্কিন ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ‘মেজর লিগ ক্রিকেট’-এ। কিন্তু এখানেও গল্প পরিবর্তন হয়নি। এখন আবার খেলছেন কানাডায়।

মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। তবে বিশ্বকাপ ও মেজর লিগ ক্রিকেটের পর কিছুটা ফর্মে ফিরেছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। আসরে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে তার দল বাংলা টাইগার্স মিসিসাগা।

তাই খেলার অবসরে এবার পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গেলেন মিস্টার সেভেনটি ফাইভ। নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির নিজেদের ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করে লিখেছেন, ফ্যামিলি টাইম। দেখা যাচ্ছে পুরো পরিবার মিলে সাফারি পার্কে ঘুরে বেড়াচ্ছেন। তবে ছবিগুলো সাম্প্রতিক কি না তা নিশ্চিত নয়। ছবিতে সাকিবপত্নীকে লেইটআপলোড হ্যাশট্যাগ ব্যবহার করতে দেখা গিয়েছে।

/এমএইচআর

Exit mobile version