Site icon Jamuna Television

ইসিবি চত্বর ও মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বর ও মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পূর্বঘোষিত ‘ছাত্র-জনতার গণমিছিল’ নামে কর্মসূচিতে অংশ নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর আর ইসিবি চত্বরে অবস্থান নেয় আন্দোলনকারীরা।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে ইসিবি চত্বরে মিছিল নিয়ে জড়ো হয় শিক্ষার্থীরা। সেখানে তারা জমায়েত হয়ে বিক্ষোভ করতে থাকে। সাম্প্রতিক সহিংসতায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান আন্দোলনকারীরা।

একই সময়ে মিরপুর-১০ নম্বরে বিক্ষোভ মিছিল বের করলে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে সড়কে বের হওয়া মানুষের মাঝে কিছুটা ভীতি ও আতঙ্ক দেখা গেছে।

/এএস

Exit mobile version