Site icon Jamuna Television

রোনালদো সবখানে, অলিম্পিকেও

ক্রিশ্চিয়ানো রোনালদোকে সবাই চেনে ফুটবলার হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের মধ্যে বিশ্বে সবচেয়ে বেশি ফলোয়ারও রয়েছে তার। রোনালদোর ভক্ত ছড়িয়ে আছে সারা পৃথিবীব্যাপী। অনেক ফুটবলারদের আইকন কিংবা আইডল তিনি। কিন্তু নিজ খেলার বাইরেও রোনালদোর বন্দনা করতে দেখা গেছে অন্য খেলার খেলোয়াড়দেরকেও। বিশ্বকাপ ক্রিকেটেও উইকেট পাওয়ার পর তার গোলের সেলেব্রেশনের ন্যায় উদযাপন করতে দেখা গেছে বোলারদের। এবার অলিম্পিকেও দেখা গেলো তার বিখ্যাত ‘সিউউউ’ সেলেব্রেশন।

প্যারিস অলিম্পিকে ইকুয়েডরের ২৯ বছর বয়সী অ্যাথলেট ব্রায়ান পিন্টাডো। এবারের অলিম্পিকে ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন তিনি। প্রতিযোগিতা শেষে সেলেব্রেশনের সময় রোনালদোর সিউউউ স্টাইলের আদলে করা তার উদযাপন নজর কেড়েছে নেটিজেনদের

উল্লেখ্য, ২০১৩ সালে প্রাক-মৌসুমের একটি ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিলো চেলসি। সেই ম্যাচেই গোল করে দুই হাত ও পা প্রসারিত করে শূন্যে ভেসে খানিকক্ষণ বাদে মাটিতে পড়ে নতুন এক সেলেব্রেশন শুরু করেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। সেই সেলেব্রেশনই আজকের সিউউ। স্প্যানিশ ভাষায় এটির অর্থ হলো ‘হ্যা’।

/এমএইচআর

Exit mobile version