Site icon Jamuna Television

প্রতিশোধের আগুনে ফুঁসছে হিজবুল্লাহ, বড় ধরনের হামলার প্রস্তুতি

ইসরায়েলের হামলায় শীর্ষ কমান্ডার নিহতের পর আরও তীব্র হয়ে উঠেছে হিজবুল্লাহর প্রতিশোধের আগুন। বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। বাহিনী প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের বাধা মানতে রাজি নয় যোদ্ধারা। সংঘাত দমনে আলোচনার দরজা হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেন, অবশ্যই আমাদের জবাব আসবে। শত্রু আর তাদের যারা সমর্থন যোগাচ্ছে তারা নিশ্চিত থাকতে পারে। এ বিষয়ে কোনো বিতর্ক কিংবা আলোচনার সুযোগ নেই। এভাবেই বহু বছর ধরে, প্রতিরোধ বাহিনী টিকে আছে, তা সবার মনে রাখা উচিত।

এদিকে, দফায় দফায় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বিশ্বনেতারা। তবে কোনোভাবেই দমে যেতে রাজি নয় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। প্রতিরোধের আগুনে জ্বলতে থাকা হিজবুল্লাহ্ যে, কোনো কিছুতেই বাধা মানতে রাজি না তা অনেকটাই স্পষ্ট বাহিনী প্রধানের বক্তব্যে।

তিনি আরও বলেন, এইসব চাপ কোনোভাবেই কাজ করবে না। নিতান্তই মধ্যপ্রাচ্যকে সংঘাত থেকে বাঁচাতে যদি কেউ আগ্রহী হয় তাহলে তাদের ইসরায়েলকে বলা উচিত। গাজায় আগ্রাসন বন্ধ করতে তেলআবিবকে বাধ্য করাতে হবে।

অন্যদিকে, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি ভূখণ্ড বারবার পুড়লেও এবার বড় মাত্রার হামলার শঙ্কা করা হচ্ছে। যদিও তা সময়ের অপেক্ষায়। বিশ্লেষকরা বলছেন, আরও ভয়ংকর রূপে ফিরে আসতে পারে হিজবুল্লাহ্।

উল্লেখ্য, গত মাসের ৩০ তারিখ হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বৈরুতেই হামলা চালায় তেলআবিব। যে হামলায় গোষ্ঠীটি তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে হারায় । তার পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি। বারবারই আলোচনায় আসছে কীভাবে হিজবুল্লাহ রক্তের বদলা নিবে।

/এমএইচ

Exit mobile version