Site icon Jamuna Television

কোনো আপস হবে না, হুঁশিয়ারি হামাসের

ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার আন্দোলনে হামাস কোনো আপোস করবে না। নেতাদের মৃত্যুর পরও সংগঠনের কার্যক্রম একইভাবে চলবে বলেও জানিয়েছেন হামাসের দায়িত্বরতরা। শুক্রবার (৩ আগস্ট) কাতারের দোহায় এমন মন্তব্য করেন হামাস নেতা মোহাম্মদ নাজ্জাল।

এদিন ইসমাইল হানিয়ার মৃত্যুতে আয়োজিত শোকসভায় তিনি বলেন, হামাস একটি প্রাতিষ্ঠানিক আন্দোলন এবং নিয়মতান্ত্রিক সংগঠন। তাই নির্দিষ্ট বিধি অনুযায়ীই তাদের কার্যক্রম চলবে। নতুন নেতা প্রক্রিয়াও নির্বাচনের নিয়ম মেনে চলবে। ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় তারা কাজ করে যাবেন, এ কথাও বলেন তারা। ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করে টিকে থাকার প্রত্যয় ফুটে ওঠে নেতাদের বক্তব্যে।

হামাস নেতা মোহাম্মদ নাজ্জাল আরও বলেন, নেতানিয়াহু বিশ্বাস করেন, আমাদের ভাই ইসমাইল হানিয়াকে হত্যা করে গাজায় আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ গোষ্ঠীকে লক্ষ্যভ্রষ্ট করবে। তিনি ভ্রমের মধ্যে আছেন। হামাস একইভাবে টিকে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করবে। কোনো আপস করবে না।

/এমএইচ

Exit mobile version