Site icon Jamuna Television

রাজধানীসহ দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

রাজধানীসহ দেশের সব বিভাগেই আজ কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টি হলেও দেশের সব অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (৩ আগস্ট) সকাল ৯টায় আবহাওয়াবিদ মোঃ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় বইতে পারে দমকা অথবা ঝড়ো হাওয়া। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে, গতকাল চট্টগ্রাম বিভাগের ফেনীতে দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। ফেনীতে দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ২৩১ মিলিমিটার। রাজধানীতে সারা দিনে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

/এমএইচ

Exit mobile version