Site icon Jamuna Television

আজ কারাগার থেকে ছাড়া পাবেন আরও ৮ এইচএসসি পরীক্ষার্থী

আজ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আরও ৪ এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকেও ছাড়া পাবেন ৪ এইচএসসি শিক্ষার্থী।

জামিননামা কারাগারে পৌঁছানো মাত্র তাদের ছেড়ে দেয়া হবে।

এরইমধ্যে, একজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় মামলা প্রত্যাহারের আকুতি জানায় তার পরিবার।

এর আগে, শুক্রবার বিকেলে সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রাজধানী ও আশপাশে আটক হওয়া ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়। জামিননামা পৌঁছানোয়, রাত সাড়ে ৯টা নাগাদ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান ৩৫ জন। আইন মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সারাদেশে ৭৮ জন এইচএসসি শিক্ষার্থী বিশেষ ব্যবস্থাপনায় জামিন পেয়েছে।

/এটিএম

Exit mobile version