Site icon Jamuna Television

খুলনায় পুলিশ হত্যার ঘটনায় মামলা

সংঘর্ষ চলাকালে পুলিশ ভ্যানে আগুন দেয়া হয়

খুলনায় পুলিশ কনস্টেবল সুমন ঘরামী হত্যার ঘটনায় মামলা হয়েছে। লবণচরা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এতে অজ্ঞাত ১ হাজার জনকে আসামি করা হয়েছে। লবণচরা থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান তথ্যটি নিশ্চিত করেছেন

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় খুলনা নগরীর গল্লামারি বাজারে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে সুমন ঘরামীকে বেধড়ক মারধর করা হয়। পরে আহত অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুমন ঘরামীর বাড়ি বাগেরহাট জেলার কচুয়ায়। তার মরদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলের মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এরপর নিজ এলাকায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

/এনকে

Exit mobile version