Site icon Jamuna Television

শহীদ মিনারের কর্মসূচিতে যোগ দিয়েছেন কোটা আন্দোলনের সমন্বয়করা

ছয়দিন ডিবি কার্যালয়ে হেফাজতে থাকার পর গত বৃহস্পতিবার মুক্তি পান কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ক। এরপর প্রকাশ্যে কোনো কর্মসূচিতে আসেননি তারা। শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন সমন্বয়করা।

এদিন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামসহ অন্যদের কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনার স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে। দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।

খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন শিক্ষার্থী ও সাধারণ জনতা। তাদের উপস্থিতিতেয কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে শহীদ মিনার। জনসমাগম ছড়িয়েছে পাশের সড়কগুলোতেও।

/এনকে

Exit mobile version