Site icon Jamuna Television

গাজীপুরে আন্দোলনের সময় ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় আন্দোলনের সময় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান।

নিহত ব্যবসায়ীর নাম জাকির হোসেন। তার বাড়ি সাতক্ষীরা জেলায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, প্রাথমিকভাবে মাথায় আঘাত পেয়ে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

/আরএইচ

Exit mobile version