Site icon Jamuna Television

চট্টগ্রামে একাধিক বিএনপি নেতার বাসায় হামলা, ভাঙচুর ও আগুন

চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির ও ডা. শাহাদাতের বাসায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) রাত ৮টার পর এসব নেতাদের বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা।

অপরদিকে, রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশস্থ মেডিকেলের পূর্বগেটে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনে ও পৌনে ৯টায় মেহেদীবাগস্থ আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে হামলা হয়।

উল্লেখ্য, এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলা ও এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

/এমএইচআর

Exit mobile version