Site icon Jamuna Television

চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাম মো. শহীদ (৪৫)। তিনি স্থানীয় মুদি দোকানের ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পার্কভিউ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হয়েই তিনি নিহত হয়েছেন। তবে কী ধরনের বুলেটে তিনি বিদ্ধ হয়েছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আব্দুল মান্নান মিয়া বলেন, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বহদ্দারহাটে পুলিশ কোনও গুলি ছোঁড়েনি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। ওই ব্যক্তি কীভাবে মারা গেলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

/আরএইচ

Exit mobile version