Site icon Jamuna Television

জাপানের নাগাসাকির শান্তি অনুষ্ঠানে বাদ পড়লো ইসরায়েল

১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার স্মরণে চলতি বছরের শান্তি অনুষ্ঠানে ইসরায়েলকে আমন্ত্রণ জানাবে না জাপান। আগামী ৯ আগস্ট এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, একটি ‘শান্তিপূর্ণ ও নির্মল পরিবেশ’ বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গত বুধবার জানিয়েছেন শহরের মেয়র। তবে পারমাণবিক বোমার বিপর্যয়ের শিকার আরেক শহর হিরোশিমার কর্তৃপক্ষ এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।

উভয় শহরই গাজায় বোমাবর্ষণের কারণে ইসরায়েলকে আমন্ত্রিত অতিথিদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য অধিকার কর্মী এবং সেই পারমাণবিক বোমার ভয়াবহ বিপর্যয় থেকে বেঁচে যাওয়া লোকদের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে।

/এআই

Exit mobile version