Site icon Jamuna Television

ভেনিজুয়েলার নির্বাচনে জয়ী বিরোধী দল: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজের দল জয়ী হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এডমান্ডো গঞ্জালেজকে সর্বাধিক ভোটে বিজয়ী হিসেবে মন্তব্য করেছেন ব্লিঙ্কেন। তবে মার্কিন এই মন্তব্যকে প্রত্যাখ্যান করেছেন মাদুরো।

এক বিতর্কিত নির্বাচনী ফলাফলের মাধ্যমে নিকোলাস মাদুরো টানা তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি অবৈধভাবে দেশটির প্রশাসনকে ব্যবহার ক্ষমতা কুক্ষিগত করেছেন।

এছাড়া এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি বলেও অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ। নির্বাচন কমিশন মাদুরোকে জয়ী হিসেবে ঘোষণা করার পরপরই সারা দেশে বিক্ষোভ করেন বিরোধী সহ সেখানের জনগণ। এত বেশ কয়েকটি হতাহতের ঘটনাও ঘটেছে।

/এআই

Exit mobile version