Site icon Jamuna Television

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আফতাবনগর

বৈষম্যবিরো‌ধী ছাত্র আন্দোলনের এক দফা দা‌বির কর্মসূ‌চিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। এদিন রোববার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে রাজধানীর আফতাবনগরের ইস্টওয়েস্ট বিশ্ব‌বিদ্যালয়ের ফটকের সা‌মনে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারীরা।

সরেজমিন দেখা যায়, আফতাবনগর এলাকায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। এক দফা দাবিতে সড়ক অবরোধ রাখার পর মিছিল নিয়ে এখন মধ্য বাড্ডার দিকে এগিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

এ সময়, আন্দোলনকারীদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও দেখা গেছে। শিক্ষার্থীর হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে পরবর্তীতে শহীদ মিনারে গিয়ে সংহতি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তবে, আন্দোলন ঘিরে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে, সকাল ১১টা থেকে গুচ্ছগুচ্ছ মিছিল নিয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।

/এমএইচ

Exit mobile version