Site icon Jamuna Television

ব্যাংক লেনদেন স্বাভাবিক

ফাইল ছবি।

ব্যাংক লেনদেন চলছে স্বাভাবিকভাবে। তবে গ্রাহকের উপস্থিতি অন্যদিনের তুলনায় কিছুটা কম। শাখাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) সকাল ১০টায় সরকারি-বেসরকারি ব্যাংকের কার্যক্রম শুরু হয়। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও বেশ ভালো।

ব্যাংকাররা জানান, সব ধরনের সেবা দেয়া হচ্ছে। টাকা জমা ও উত্তোলনের জন্যে এসেছেন বেশিরভাগ গ্রাহক। ফান্ড ট্র্যান্সফার, ঋণপত্র ও বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সেবা নিতে এসেছেন কেউ কেউ।

/এটিএম

Exit mobile version