Site icon Jamuna Television

শিক্ষার্থীদের দাবির প্রতি অর্ধশত পোশাক শিল্প উদ্যোক্তার সংহতি

শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে তৈরি পোশাক শিল্পের প্রায় অর্ধশত উদ্যোক্তা। এক বিবৃতিতে তারা বলেন, ‘ জনগণের’ দাবির সঙ্গে একমত। নিরপরাধ জীবনের ক্ষতি হচ্ছে ও মানুষের দাবি শোনা হচ্ছে না।

বিবৃতিতে উদ্যোক্তারা বলেন, দেশের সব নাগরিকের জন্য উদ্বেগ তৈরি হয়েছে। একটি স্বাধীন জাতির গর্বিত সদস্য হিসেবে আমরা মনে করি যে, সবারই নিজস্ব অধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারা উচিত। বলা হয়, তদন্তের মাধ্যমে দায়ি ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনা দরকার। সব ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করাও জরুরি। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুততার সঙ্গে স্বাভাবিক করাও দরকার।

বিবৃতিতে সাশা ডেনিমস, এরাফ কম্পোজিট, জায়ান্ট গ্রুপ, টেক্সটালিয়া লিমিটেড, অ্যাস্ট্রোটেক্স গ্রুপসহ ৪৭ জন উদ্যোক্তা স্বাক্ষর করেন।

/এটিএম

Exit mobile version