Site icon Jamuna Television

রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের গুলিতে জেএসএস’র কর্মী নিহত

রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের গুলিতে রাজা চাকমা নামে জেএসএস’র এক কর্মী নিহত হয়েছে। গতকাল রাত দুইটার দিকে লংগদু উপজেলার বড় আদম এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় জানায়, রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাজা। সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু তার। রাজা হাজাছড়া গ্রামের সুরেন্দ্র লাল চাকমার ছেলে। কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি স্বজন কিংবা এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্দেশে রওনা হয়েছে পুলিশ।

Exit mobile version