Site icon Jamuna Television

সন্ত্রাসীদের শক্ত হাতে দমনে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

আন্দোলনের নামে নাশকতাকারীরা সন্ত্রাসী, তাদের দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ আগস্ট) দুপুরে গণভবনে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বেলা ১১টায় গণভবনে বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি। বৈঠকটি শেষ হয় ২টার দিকে।

প্রধানমন্ত্রী বলেন, এখন যারা নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়। তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

সরকারের বর্তমান মেয়াদে এটিই জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি-নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক। এর আগে সবশেষ জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে গত বছরের ১৫ নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল।

/এটিএম

Exit mobile version