Site icon Jamuna Television

কালিহাতীতে বাস চাপায় ৩ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হাতিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিএনজি অটোরিকশাটি বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইল আসছিলো। হাতিয়া এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি বাস চাপা দেয় সিএনজিটিকে। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক। আহত হন দুই আরোহী। তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Exit mobile version