রাজবাড়ীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি মোহাম্মদ আলী নিহত হয়েছে। গতকাল রাতে সদরের কুঠি পাঁচুরিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ত্রাসীদের অবস্থানের খবরে ডিবির একটি দল কুঠি পাঁচুরিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এসময় তাদের লক্ষ্য করে গুলী চালায় সন্ত্রাসীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে মোহাম্মদ আলীর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। উদ্ধার করা হয় একটি পিস্তল, একটি দোনালা বন্দুক ও গুলি। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহতের দাবি করা হয়েছে।

