Site icon Jamuna Television

চলমান ইস্যুতে যা বললেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া

ফাইল ছবি

দেশের ভেতর যাতে যুদ্ধ পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চান, অবসরপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তারা।

রোববার (৪ আগস্ট) রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ৪৮ জন সাবেক সেনা কর্মকর্তার পক্ষে একটি বিবৃতি প্রদান করেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। এ সময় তিনি দেশব্যাপী হত্যাযজ্ঞ, নির্যাতন, গুম এবং গণগ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন

ইকবাল করিম ভূঁইয়া বলেন, অজস্র কিশোর, তরুণের তাজা প্রাণ অকালে ঝরে যাওয়ায় অভিভাবক হিসেবে নিজেদের দায়মুক্ত ভাবতে পারছি না।

তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা তথা বৈষম্য, ভেদাভেদ ও জুলুমের অবসান না ঘটিয়ে উল্টো পথে চলছে সমাজ। সমাজের এই ব্যবস্থাপনা মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। অধিকার আদায়ে তারা নিজেদের জীবন দিতেও পিছপা হচ্ছে না।

/এনকে

Exit mobile version