Site icon Jamuna Television

আওয়ামী লীগ ধৈর্যের শেষ সীমায় পৌছে গেছে: নানক

ফাইল ছবি।

সরকার পতনের দাবি ছাত্রদের নয় বিএনপি-জামায়াতের। এর সাথে শিক্ষার্থীদের দাবির কোনও মিল নেই। আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌছে গেছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক

রোববার (৪ আগস্ট) বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে দলটির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই আন্দোলনকে কেন্দ্র করেই দেশজুড়ে হত্যা ও সহিংসতা চলছে। আন্দোলনে নেতৃত্ব দানকারীদেরই এসব হত্যাযজ্ঞ ও সহিংসতার দায় নিতে হবে।

/আরএইচ

Exit mobile version