Site icon Jamuna Television

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে হত্যা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে তেরো জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় পাওয়া যায়নি।

রোববার (৪ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয়।

এদিকে, কুমিল্লার ইলিয়টগঞ্জে এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ফাঁড়িতে আগুন দেয়া হয়। সব মিলিয়ে সারাদেশে তিন শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া, বেশ কয়েকটি থানায়ও আক্রমণ চালানো হয়।

/আরএইচ

Exit mobile version