Site icon Jamuna Television

অনুপ্রবেশকারীদের ঠেকাতে নতুন আশ্রয়ে যুক্তরাষ্ট্র

অনুপ্রবেশকারীদের ঠেকাতে নতুন আশ্রয় নীতিমালা গ্রহণ করলো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির বিচার বিভাগ এবং হোমল্যান্ড সিকিউরিটির যৌথ বিবৃতিতে প্রকাশিত হয় এ তথ্য।

বলা হয়, জাতীয় স্বার্থে অভ্যন্তরীন ও চূড়ান্ত নীতিমালা গ্রহণে বাধ্য হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন নিয়ম অনুসারে, দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে যারা অনুপ্রবেশ করবেন তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থণার সুযোগ হারাবেন। এছাড়া, বহিরাগতদের ঠেকাতে সর্বময় ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট।

ফলে আশ্রয়প্রার্থীদের মোকাবেলায় যে কোন ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের এখতিয়ারও থাকছে তার।

এরইমাঝে আমেরিকার নাগরিক স্বাধীনতা বিষয়ক সংঘ- ACLU এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছে। কারণ, দেশটির সংবিধান অনুযায়ী, নিজ ভূখণ্ডে প্রাণহানির শঙ্কায় যে কেউ যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে পারেন।

Exit mobile version