Site icon Jamuna Television

বিক্রি হচ্ছে আইফেল টাওয়ারের সিড়ি!

বিক্রি হচ্ছে আইফেল টাওয়ারের সিড়ি! নিলামের প্রথমধাপে দর হাঁকা হয়েছে ৫ লাখ ৭২ হাজার ডলার।

নিলাম প্রতিষ্ঠান- আর্টকুরিয়াল জানায়, নভেম্বরের শেষ সপ্তাহে প্যারিসে বিক্রি হবে সিড়িটির একাংশ। ১৮৮৯ সালে, আধুনিক সপ্তাশ্চর্যটির প্যাঁচানো এই সিড়ি নির্মিত হয়। কিন্তু, ১৯৮৩ সালে এলিভেটর বসানোর পর ২৪ টুকরায় ভেঙ্গে ফেলা হয়। প্রত্যেকটি ভগ্নাংশ ২ থেকে ৯ মিটার উচ্চতাসম্পন্ন। সেবছরই ডিসেম্বর নাগাদ সবগুলো অংশ বিক্রি করে দেয়, আইফেল টাওয়ার কর্তৃপক্ষ। যার বেশিরভাগ বর্তমানে রয়েছে ফরাসি নিলাম প্রতিষ্ঠানটির মালিকানায়।

Exit mobile version