Site icon Jamuna Television

মোবাইল ইন্টারনেট চালু

একদিন বন্ধ থাকার পর আবার সচল মোবাইল ইন্টারনেট চালু। সোমবার (৫ আগস্ট) ২টার পরে মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। এর আগে, সোমবার সকালে দেড় ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়।

এর আগে, গতকাল সাত দিনের মাথায় ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়। ফোর–জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না সেজন্য ডেটার ইন্টারনেট পাচ্ছিলেন না গ্রাহকরা।

কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।

এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত ৩১ জুলাই ফেসবুকও চালু করা হয়েছিল।

/এনকে

Exit mobile version