Site icon Jamuna Television

অর্থনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলা ছেড়েছেন ৩০ লাখ মানুষ

চরম অর্থনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলা ছেড়েছেন প্রায় ৩০ লাখ মানুষ। বৃহস্পতিবার, এই ভয়াবহ তথ্য তুলে ধরে জাতিসংঘ।

মহাসচিবের মুখপাত্র ফারহান হক জানান, ২০১৫ সাল থেকে অভিবাসন শুরু হলেও গেলো ছয় মাসে বেড়েছে মাত্রা। এরজন্য, ক্ষয়ে যাওয়া অর্থনীতি, সহিংসতা, উচ্চ মুদ্রাস্ফীতি এবং খাবার-ওষুধের মতো মৌলিক বিষয়গুলোর সংকটকে দায়ী করেছে জাতিসংঘ।

হিসাব অনুযায়ী, প্রতিবেশী কলম্বিয়া ও পেরু সবচেয়ে বেশি মানুষকে আশ্রয় দিয়েছে। প্রতিদিন গড়ে ৩ হাজার মানুষ পাড়ি দিচ্ছেন এসব দেশের সীমান্তে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল- IMF’র প্রতিবেদন অনুসারে, চতুর্থ বছরের মতো মন্দায় কাটাচ্ছে ভেনেজুয়েলা। ডলারের বিপরীতে দেশটির নিজস্ব মুদ্রা- বলিভারের দরপতন ঘটেছে ৯৯ দশমিক ৯ শতাংশ।

Exit mobile version