Site icon Jamuna Television

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান

রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে অন্তর্বতীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, আর কোনো ভাঙচুর নয়, সংঘাত নয়। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন, সব দলের নেতাদের সাথে সুন্দর আলোচনা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) ঢাকা ক্যান্টনমেন্ট থেকে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি। এর আগে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেনাপ্রধান তার বক্তব্যে স্পষ্ট করেন, সাম্প্রতিক সহিংসতায় প্রতিটা হত্যার বিচার হবে। প্রতিটা ঘটনার সুষ্ঠু তদন্ত হবে।

সবাইকে সাথে নিয়ে কাজ করা এবং দেশের সুন্দর ভবিষ্যত বিনির্মাণের প্রত্যয়ও ব্যক্ত করেন সেনাপ্রধান।

সেনাবাহিনী ও পুলিশ আর কোনো গুলি করবে না উল্লেখ করে ওয়াকার-উজ-জামান বলেন, চলমান পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্তই কেবল সেনাবাহিনী মাঠে থাকবে। আন্দোলনরত শিক্ষার্থী, ছাত্রজনতা ও সাধারণ জনগণকে ঘরে ফিরে যাবার আহ্বানও জানান তিনি।

/এমএইচআর/এমএন

Exit mobile version