Site icon Jamuna Television

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন

ছবি- সংগৃহীত

রাজধানীতে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে এখন স্লোগান দিচ্ছেন তারা। সোমবার (৫ আগস্ট) বিকেলে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এর আগে, বাংলাদেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন। এ সময় তার সঙ্গে তার ছোটবোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা ছিলেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর জািতির উদ্দেশে দেয়া বক্তব্যে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে অন্তর্বতীকালীন সরকার গঠন করা হবে। আর কোনো ভাঙচুর নয়, সংঘাত নয়। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন।

সেনাপ্রধান তার বক্তব্যে স্পষ্ট করেন, সাম্প্রতিক সহিংসতায় প্রতিটা হত্যার বিচার হবে। প্রতিটা ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। সবাইকে সাথে নিয়ে কাজ করা এবং দেশের সুন্দর ভবিষ্যত বিনির্মাণের প্রত্যয়ও ব্যক্ত করেন সেনাপ্রধান।

/এনকে/এমএন

Exit mobile version