Site icon Jamuna Television

সাতক্ষীরা কারাগারে হামলা, মুক্ত ৫৮৮ বন্দি

সাতক্ষীরা জেলা কারাগার থেকে আসামিদের বের করে নিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (৫ আগস্ট) বিকেলে কয়েক হাজার মানুষ কারাগারে হামলা চালায় বলে জানা যায়।

কারাগার সূত্রে জানা যায়, প্রথমে কারাগারের বাইরে থাকা ক্যান্টিনে লুটপাট করে দুর্বৃত্তরা। দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে হামলাকারীরা। চালানো হয় ভাঙচুর। পরে ভেতরে আটক বন্দিদের মুক্ত করে দেয় হামলাকারীরা। তালা ভেঙে, কারাগারের দেয়াল ভেঙে বন্দিদের মুক্ত করে দেয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, ৫৯৬ জন বন্দি ছিলেন কারাগারে। এখন মাত্র আটজন বন্দি রয়েছে। বাকি সব বন্দিদের মুক্ত করে দেয়া হয়েছে। যে আট বন্দি রয়েছে, তারা যেতে চায়নি বিধায় রয়ে গেছে কারাগারে।

উল্লেখ্য, সোমবার (৫ আগস্ট) বিকেলে শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটায়।

/এএম

Exit mobile version