Site icon Jamuna Television

পটুয়াখালীতে পুলিশের মহড়া

পটুয়াখালী প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কে কেন্দ্র করে পটুয়াখালীতে পুলিশের কড়া নজরদারী ও মহড়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত অবদি শহরের বিভিন্ন এলাকায় কয়েকটি দলে বিভক্ত হয়ে মহড়া দিতে দেখা গেছে। পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জসীম উদ্দিনের নেতৃত্ব মোটরবাইক মহড়া প্রদান করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়।

এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানতে চাইলে অতিরিক্তত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জসীম উদ্দিন জানান, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের নির্দেশনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কে কেন্দ্র করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
মহড়ায় জেলা পুলিশ, র‍্যাব, থানা পুলিশ ও জেলা গোয়েন্দা বিভাগের সদস্যরাও অংশ নেন।

Exit mobile version