Site icon Jamuna Television

লালমনিরহাটে পুড়িয়ে দেয়া আ. লীগ নেতার বাড়ি থেকে ৬ জনের মরদেহ উদ্ধার

লালমনিরহাট করেসপনডেন্ট:

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের থানা রোড (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) এলাকার বাসা থেকে অজ্ঞাত ৬ জনের দগ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। গতরাত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল বাসার চার তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করে। সম্পূর্ণ পুড়ে যাওয়ায় সেগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে, সোমবার (৫ আগস্ট) বিকেলের দিকে বাড়িটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। তবে সেসময় বাড়িতে ওই আওয়ামী লীগ নেতা বা তার পরিবারের কেউ ছিলেন না।

এদিকে, সোমবার লালমনিরহাট শহরের মিশন মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেয়া ছয় শিক্ষার্থী বিকেল থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। আন্দোলন শেষে মিশন মোড় থেকে কয়েক হাজার আন্দোলনকারী একটি মিছিল বের করে। মিছিলটি থানা রোডের শহীদ মিনার এলাকা দিয়ে যাওয়ার সময় কিছু দুর্বৃত্ত বাড়িটিতে আগুন দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিখোঁজদের পরিবার সেনাসদস্যদের সহায়তায় রাতে বাড়িটিতে গিয়ে লাশগুলো দেখতে পায়। পরিবারের ধারণা, লাশগুলো তাদের নিখোঁজ সন্তানদের হতে পারে।

ফায়ার সার্ভিসের লালমনিরহাটের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সহিদার রহমান বলেন, খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। পরে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

/এনকে

Exit mobile version