Site icon Jamuna Television

অনিবন্ধিত দল নিবন্ধিত দলের প্রতীকে নির্বাচন করতে পারবে: ইসি সচিব

অনিবন্ধিত রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে; এতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। তবে প্রতীক বরাদ্দের পর ২১ দিন প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগামী সাত দিনের মধ্যে ব্যানার, পোস্টার, নামিয়ে ফেলারও নির্দেশ দেয় কমিশন। আর নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নির্বাচন কমিশন সচিব।
তিনি আর জানান, আগামী রোববার থেকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবে প্রার্থীরা।

এদিকে, জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে মেট্টোপলিটন এলাকার দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

Exit mobile version