Site icon Jamuna Television

ঢাকা রাতে ছিল আশঙ্কা ও অনিশ্চয়তার

সোমবার রাতের ঢাকা ছিল আশঙ্কা ও অনিশ্চয়তায় ঘেরা। কয়েকটি এলাকা হয়ে ওঠে রণক্ষেত্র। থানাগুলোকে ঘিরেও দেখা দেয় উত্তেজনা। এ রাতে যারা বেরিয়েছেন, তাদের দাবি ছিল- আইনশৃঙ্খলা বাহিনীকে দেখা যায়নি তাদের প্রত্যাশিত রূপে।

শেখ হাসিনার দেশত্যাগের রাতে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলের সময় বাধা আর প্রশ্নের মুখে পড়তে হয় নগরবাসীদের। গোলাগুলি ও হতাহতের আতঙ্কে তটস্থ হতে দেখা যায় অনেককে। রাতে উত্তরা পূর্ব থানা ঘিরে শুরু হয় উত্তেজনা।

রাতভর গোলাগুলিতে রাজধানীর বাড্ডা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এলাকাজুড়ে রয়ে যায় ক্ষতচিহ্ন ও নমুনা। একপর্যায়ে রাত তিনটার দিকে উত্তেজনা কমলে আটকে পড়া থানার পুলিশদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রাজারবাগ পুলিশ লাইনে।

গণভবন এলাকার আশপাশের রাস্তায় রাতেও ছিল মানুষের আনাগোনা আর মালামাল নেয়ার হিড়িক। তবে ওই ভবন ঘিরে ছিল নিরাপত্তাবেষ্টনী। ভোরের আলো ফুটলে থমথমে রাস্তায় দেখা মেলে সেনাবাহিনীর।

/এনকে

Exit mobile version