Site icon Jamuna Television

হাসিনার দেশত্যাগে ‘সংযম’ দেখানোয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসায় যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার দেশত্যাগে ‘সংযম’ দেখানোয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। তবে সেই সাথে গণতান্ত্রিক উপায়ে একটি অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছে দেশটি। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানা জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়ে আসছে এবং আমরা এখন আমরা অন্তর্বর্তী সরকার গঠনকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানাচ্ছি। আজ যে সংযম দেখিয়েছে, তার জন্য আমরা সেনাবাহিনীর প্রশংসা করি।’ 

গত মাসে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া ছাত্র-ছাত্রীদের আন্দোলন ঘিরে সহিংসতা ও বহু মানুষের নিহত হওয়ার পর শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করে ছাত্র-জনতা। সেই আন্দোলনের ফলশ্রুতিতে গতকাল সোমবার দেশ ছাড়েন শেখ হাসিনা। 

/এআই

 

Exit mobile version